ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীর সন্তান বীর উত্তম এয়ার ভাইস মার্শালের গ্রামে হেলিকপ্টারের মহড়া

ফেনীর সন্তান বীর উত্তম এয়ার ভাইস মার্শালের গ্রামে হেলিকপ্টারের মহড়া

বীর উত্তম এয়ারভাইস মার্শাল সুলতান মাহমুদের ফেনীর নিজ গ্রাম দাগনভুঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন করিমপুরে হেলিকপ্টার মহড়া দিয়ে লিফলেট বিতরন করে বাংলাদেশ বিমান বাহিনী।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিন করিমপুর গ্রামের আকাশে উড়ে বিমান বাহিনীর হেলিকপ্টার। মহড়া শেষে হেলিকপ্টার থেকে ছাড়া হয় লিফলেট। এ সময় ভীড় জমে অসংখ্য উৎসুক জনতার। লিফলেট কুড়াতে শুরু হয় মানুষের ছুটোছুটি। বীরকে হারিয়ে যখন গ্রামে শোকের ছায়া তখন বিমান বাহিনীর এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসি। তাঁর জানাযা বাদ যোহর ঢাকা বিমান বাহিনীর সদর দপ্তরে রাস্ট্রীয় মর্যাদায় দাপন সম্পন্ন হয়েছে বলে জানান মরহুমের স্বজনরা।

তিনি গত সোমবার রাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। তিনি বিমান বাহিনীর প্রধান থাকাকালীন এরশাদ সরকারের আমলে বিমান, জ্বালানি তৈল, খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন। ফেনীর দাগনভুইয়ার কৃতীসন্তান হিসাবে তার অসীম অবদানের কথা এলাকাবাসী শ্রদ্ধা ভরে স্মরন করেন।

ফেনী,বিমান,হেলিকপ্টারের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত